তুমি আমার কিসের প্রেমে পড়ো গো?
তোমার ওষ্ঠ!
যেখানে অস্ত যায় আমার সমস্ত শব্দেরা,
স্পর্শে পূর্ণতা পায় গৃহে ফেরার বাসনা
উত্তাপে যার, দিনের ক্লান্তি গলে
বৃষ্টির রিমঝিমির মতো কানে বাজে তোমার হাসি।
তোমার চোখ!
যার গভীরতায় আমি প্রত্যহ
পথ ভুলে ফিরতে চাই পাপড়ির মোহে।
চুলের সুদীর্ঘ পথ!
যেখানে বেয়ে চলে নীল,
সরু হয়ে নেমে পড়ে আমার মুখের উপর,
অতঃপর আমার ইন্দ্রিয়ে ছড়ায় নারীর ঘ্রাণ।
আরো দুরের মেঘ বেয়ে যেখানে নামে
তোমার স্তন
আর আমি বিশ্রাম নেই মাথা ঠুকে।
তোমার কোমল রং, মিহি উজ্জল দেহ
আদুরে গলার স্বর, বলছিনা যে
এতে আমার ভালোবাসা নেই।
তবু প্রতিদিন আমি যার প্রেমে পরি সে তোমার হাত।
আমি বরং ঐ হাত যুগলকেই ভালোবাসি
যে হাত তোয়ালে তুলে করে অপেক্ষা,
প্রত্যুষে রাধে আমার দিনের খাবার ,
জ্বড়ে মাথার ঢেলে দেয় পানি?
ক্লান্ত পোষাক দেখলে ব্যস্ত হয়ে পড়ে তা পরিষ্কারে
যে হাত আমায় ঘুম পাড়িয়ে দেয়।
আর প্রতি রাতে আমায় খোঁজে ঘুমের ঘোরে।
কবিতা: হাত
বিলিয়ার রহমান রিয়াজ
০৭ সেপ্টেম্বর, ২০২৪ ইং, ঢাকা