আধো আধো বোলে একা একা বলা,
জীবনের গল্পগুলো;
প্রতিটি প্রহরে যেন মুদ্রিত হয়ে রয়
ঘন্টা, মিনিট, সেকেন্ড নামক কবিতার পাতায়।

জীবনের তরে সে গল্পের বুকে,
একদিন ভোর হয়।
নবীন, সবুজ, সতেজ কোন এক সূর্য
জীবনের গল্পে রং ছড়ায়।

শ্রাবনের বাদলা কিংবা শীতের আকাশে
জমে ওঠা কুয়াশার মেঘ কিংবা বাসন্তী সুবাশে
স্ন্যানিত দুঃখ, ক্লেশ, সুখ, একে একে এঁটে রয়
সে মহাকাব্যিক গল্পের পাতায় ।

পালা বদলের খেলায়, গল্পের আসরে
একদিন রাত নামে।
ক্লান্ত গল্প গুলোও ঘুম ঘুম চোখে
একে একে নিদিত যায় জীবনের বুকে।

ঠিক গল্পের মতো, জীবনের হিসেব
কোন একদিন চুকে যায়।
গল্প আর জীবন ধরা ধরি করে
সেদিন হারায় বহমান গঙ্গায়।

ঢাকা,
২৯ জানুয়ারি
২০১৮ ইং