একুশ অমর, একুশ ধ্রুব
একুশে বিশ্ব জয়।
একুশ হলো গৌরবের হাসি
মাথা নোয়ানোর নয়।

এই একুশে নীল আকাশে
ফোটে তারার ফুল।
শত রফিক,সহস্র শফিক
অযুত শফিউল।

বুকের রক্ত ঢেলে সেদিন
বাঁচিয়ে মোদের বুলি।
একুশের শহীদ অমর হলে
কিভাবে তোমায় ভুলি।

এই বুলিতে মোর কালিতে
লেখা কবিতায়
শহীদ সবাই রইবে বেঁচে
ভালবাসা-শ্রদ্ধায়।