ফিয়াস ভেবে সিরেন শুনে
জোন্সা রেখে এই আমুনে
তুমি যখন মন দিয়েছো
রিয়েল ভেবে রূপি নিয়েছো।

মূল্যস্ফীতি হার মানিয়ে
কোভিড যুদ্ধ গান শুনিয়ে
মূল্য আমার কমছে যখন
ভালোবাসার ভাড়া আমি
কেমন করে চুকাই তখন।

এরচে আমায় ঘৃণা করো
মিছিল শেষে কর্মীর মতো
মিথ্যা প্রতিশ্রুতি নেতার যতো
শুনে সে করে ঘৃণা আরো ।

তারচে বরং ফাঁসিতেই ঝোলাও
দেশদ্রোহী সেপাই'র মতো
সত্যিকারের দাবি যতো
চাইছি বলে বুলেট চালাও।

তোমার ঘরে পর করে দাও
শ্মশান কবর যা খুশি দাও
মনের ঘৃণায় কামান দাগাও
কিংবা না হয় ক্রুশে টানাও
নিষ্পাপ আমায় জিসু বানাও।

কবিতা: ক্রুশ

বিলিয়ার রহমান রিয়াজ
০১-১২-২০২৪
পটুয়াখালী