চিত্রকর
এ অসমাপ্ত ক্যানভাসে
কারছবি আঁকবে গো?
আকাশের ঐ অমলিন তারার,
যার আলো আছে,
তবু ঝুলে রয়
আলো দিয়ে চাঁদের মত তপ্ত করে না হৃদয়।
আর ?
সে ঝর্নার, তৃষ্ণা মেটানোর আগেই
যে হাওয়ায় মিলিয়ে যায় ।
সে হ্রদের, যার তল নেই বলে
প্রেমের চাহিদা ফিকে হয়?
মেঘে ঢাকা সে চাঁদের
থেকেও যার আলো হাড়ায়।
সে প্রেমিকার যার মায়ায় ছুটতে গিয়ে
হয় কবিতার উদয়?
এবং তোমার
যার ছবি আঁকতে গিয়ে ক্যানভাস ফিকে হয়
তবু কন্ঠ, কপল, চোখ ফুটে রয়
নির্মল কল্পনায়?
অকবিতা: ক্যানভাস
বিলিয়ার রহমান রিয়াজ
১৭/১২/২০২৪ ইং
পটুয়াখালী, বাংলাদেশ