ভুলে গেছো বুঝি, ভুল বোঝা বুঝি
এপারেতে রাখি তারে, ওপারেতে খুঁজি
ভুল বোঝাবুঝি।
আয়নাতে মুখ, দেখাদেখি খুব
অগোছালো এলো চুল, তবু ছড়িয়ে থাকুক।
ক্লান্ত ভোর, রোদের উপর
হেঁটে চলা পথ রেখে ডাকে দুপুর।
বুঝিনা এ বোঝাবুঝি, তবু নয় সোজাসুজি
ভুল বোঝাবুঝি ,
এপারেতে রাখি তারে, ওপারেতে খুঁজি।
দূর বহুদূর, ইথারেতে সুর
বাজে আজ বড় বেশি বেদনা বিধুর।
কাল মহাকাল, কার খুনে লাল
কার শীতে রোদ আমার হয়েছে বেহাল।
বিয়োগ অংকে যোগ কেন খোঁজাখুঁজি
ভুল বোঝাবুঝি ।
এপারেতে রাখি তারে, ওপারেতে খুঁজি।
ভুল বোঝাবুঝি (বিয়োগাংক)
বিলিয়ার রহমান রিয়াজ
২৭ নভেম্বর, ২০২১ ইং
পটুয়াখালী, বাংলাদেশ।