যে আলো আঁধারে হাড়ায়
আর থাকে অপেক্ষায়
তারে তুমি রাত ডাকো।
যে ফুল অনুতাপে পোড়ে
তার পাপ রয় নাকো।
যে ভ্রমর ধীরে চলে
সে কি অবুঝের দলে?
যে মোহনা ঢেউ রাখে
ঢেউ ভেঙে ব্যথা ডাকে
সে ব্যাথায় সত্যি থাকে।
যে পৃথিবী মিথ্যের
কপটতা আর স্বার্থের
সব প্রেম সে ধরায়
দূর থেকে দূরে যায়
অপরাধী করে হায় ।
মিথ্যেরা ডাকে তাই
পোড়ামন পুড়ে যায়
বেহায়ার ছলনায়।
অঙ্গার
বিলিয়ার রহমান রিয়াজ
১৪ জুলাই, ২০২৩