আমি যে এই আমি আমিই কি ঠিক এই
তবে কেন আমাতেই খুঁজছি আমাকেই?
আমি যদি আঁধার হই তবে কে আঁধার হরণ।
চাঁদনী রাত হলে তবে কেই বা তার কিরণ।
যদি হই শিউলি মালা হয়ে ঝুলে থাকা ফুল
কার চুলেতে দুলবো তবে হবো ঝোলা দুল।
যদি হই ডাহুক পাখি কে হবে তার সুর
কার গানেতে দিয়ে সারা উড়বো বহুদূর।
আমি যেন ভাবছি আমি, আমি ঠিক এই
তবে কেন আমাতেই খুঁজছি আমাকেই?
আমি ঠিক বকুলতলা ঝড়ে পড়া ফুল
বুঝতে গিয়ে বুঝতে পারি আমি যে ঠিক ভুল
ব্যস্ত ঘাটের মাঝি আমি করে সওয়ারি পাড়াপাড়
বছর বুঝি কাটছে আমার হচ্ছে দিন পার
আমি কি ছিলাম উদাস দুপুর আমি কি বেঘোর ঘুম
আমি কি ঠিক বৃষ্টির সুর ঝুম ঝুমা ঝুমঝুম।
আমি যেন ভাবছি আমি, আমি ঠিক এই
তবে কেন আমাতেই খুঁজছি আমাকেই?
ভিডিও রহমানের ওয়াজ
6 অক্টোবর 2021 ইং
ঢাকা, বাংলাদেশ।