এই ফাল্গুনে আমায় একুশের রাত করে দাও
করে দাও একুশের রাত।
নিয়ে চলো চকবাজার-চুড়িহাট্টি
ভেঙে দিয়ে সময়ের শৃঙ্খলিত হাত।

তবে তারো আগে বন্ধ করো,
করো বন্ধ স্যাটেল্যাইটের ঐ নিষ্ঠুর টেলিকাস্ট
সরিয়ে নাও সব উর্দি আচ্ছাদিতদের
থামাও জনপ্রতিনিধিদের কুশ্রী প্রতিশ্রুতির ব্লাস্ট।

ছাই ভষ্মের মাঝে আমায় খালি পায়ে
একা একা হাটতে দাও।
প্রতিটি স্বজনের সাথে আমায়ও
স্বজন হারা ব্যাথায় কাঁদতে দাও।

নিয়ে চলো সেই সব ঘরে
যাতে ছিলেন সব হতাহত।
চিৎকার করে বলতে দাও
আর কতো আর কতো?

সন্তান সম্ভবা স্ত্রীকে জড়িয়ে মরা স্বামীর,
মরে যাওয়ার আগে একমাত্র মেয়েকে~,
বাঁচানোর আপ্রান চেষ্টাকরে যাওয়া পিতার,
গ্লাভস পরিহিত ডেন্টিস্ট এর,
নর্থসাউথের দুরন্ত তরুনের
পুড়ে যাওয়া মস্তিকে অনায়াসে চলাচলের জন্য
আমায় ইথার করে দাও।
এই সব স্মৃতিকে অমোচনীয় করে রাখতেে
আমায় কবিতার খাতা হতে দাও।

এই ফাল্গুনে আমায় একুশের রাত করে দাও
করে দাও একুশের রাত।
নিয়ে চলো চকবাজার-চুড়িহাট্টি
ভেঙে দিয়ে সময়ের শৃঙ্খলিত হাত।

বিলিয়ার রহমান

২৩-০২-২০১৯ইং
ঢাকা