বিলাস ঘোষ


আমার সমাজ তোমার সমাজ সমাজ জনগনের
কে কতটা দিচ্ছে ভেজাল দৌড় ম্যারাথনের৷

ভুরি ভুরি ভেজাল বাক্য জন সেবার কাজে
বোকা বানানোই আসল লক্ষ্য ভন্ড সাধুর সাজে।

বিদেশ থেকে ভেজাল দ্রব্য আসছে দেশে প্রচুর
বাঁচা মরা তোমার খেলা, দিব্যি আছেন হুজুর।

মাছ মাংসে ভেজাল খুব ভেজল খাবার জলে
ইঁট সিমেন্টেও দু'নম্বরি, দেখি ভেজাল বহুতলে৷

শাক সব্জিরও রেহাই নেই কেমিক্যাল রং চলছে
ভেজাল বায়ুর দাপটে তাই মেরুর বরফ গলছে৷

কোনটা আসল কোনটা নকল ভেবেই দিশেহারা
ভেজাল জেনেও নিচ্ছি মেনে চলছে এমন ধারা৷

ভেজাল দ্রব্য বানায় যারা তারাও তো ভাই মানুষ
মরছে মানুষ লাখে লাখে নেইকো তবুও হুঁশ...

নিঃশ্বাসে বিষ বিশ্বাসে দূষণ বৃথা খাঁটির খোঁজ
মেকি হাসি মুখে নিয়ে মরেও বাঁচা রোজ।

মন তো এখন বালির বাঁধ, লঙ্কার বিভীষণ
এমনি করেই শেষ হবে? মানছে না যে মন!
             ____________