প্রিয় কবি/পাঠকবৃন্দ,
........পৃথিবীর সেরা মা কে?
সেই যে একটা পৌরাণিক গল্প আছে ,
এক প্রেমিকা প্রেমিককে পরীক্ষা করার জন্য বলল,
তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই আমি।
কী পরীক্ষা নেবে? সব পরীক্ষার জন্য আমি প্রস্তুত।
যাও, তোমার মায়ের হূৎপিণ্ডটা নিয়ে আসো।
প্রেমে অন্ধ প্রেমিক ছুটল মায়ের কাছে। মাকে হত্যা করে তাঁর হূৎপিণ্ড নিয়ে ছুটল প্রেমিকার কাছে, ভালোবাসার পরীক্ষায় পাস করতে...।
পথে হঠাৎ আছড়ে পড়ল প্রেমিক। হাত থেকে ফসকে গেল মায়ের তাজা হূৎপিণ্ডটা। ছেলে খুঁজে পেতে হাতে নিল মায়ের তাজা হূৎপিণ্ড। তখনো ধক ধক করছে... মায়ের হূৎপিণ্ড এবার কথা বলে উঠল, ‘কিরে খোকা, ব্যথা পেলি?’
এটা নিছকই একটা গল্প। কিন্তু সন্তানের প্রতি তীব্র ভালোবাসা কেবল মায়ের পক্ষেই সম্ভব। এ জন্যই বোধ হয় মা সব সময়ই মা।
আমরা সবাই আজ ভুল পথে হাটছি। আমরা মানবতা কি এটা জানিনা। আমাদের দায়িত্ব কর্তব্য কি জানিনা। আমরা সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারছি না। আমাদের সবচেয়ে আপনজন মাকে ভুলে যাচ্ছি।.............
So, Amar Abadon Ma ka Valobasen......Ma Pirithibir Srasto ধন ।