ঐ দেখো ভাই জয় ধ্বজা
কি অপরূপ সাজে,
উড়ছে শির উচ্চে তুলে
এই ভারতের মাঝে।
বলছে যেন ইঙ্গিতে সে
ও ভাই জনগণ,
পেয়েছ মোরে কঠিন তপে
করে ভীষণ রণ।
অকুতোভয় বীরপুরুষ আর
বীরাঙ্গনার দল
বুকের রক্তে করেছে সিক্ত
দেশের ভুমিতল।
ফাঁসির দড়ি মালার মত
গলায় নিয়েছে পরে
আত্মত্যাগের সে গৌরব গাথা
ভুলব কেমন করে?
ইংরেজদের কারাগারে বসে
সময়ের জাল বুনে,
বহু বছর পর তুলেছি মাথা
শহীদের তাজা খুনে।
বিস্মিত হই যখন দেখি
তাদেরই উত্তরসূরি
নিজস্বার্থে ক্ষমতার লোভে
করছে জোচ্চুরি।
ধিক্কার জানাই তাদেরকে
যারা গরিবের রক্ত চুষে
ভোটের লড়াই জিতবে বলে
গুণ্ডা রাখে পুষে।
ক্ষমতার লোভে যারা আজ
দেশের ক্ষতি চায়,
হে ঈশ্বর! তারা যেন
জাহান্নামে যায়।