শেষের অঙ্কের দ্বিগুণ নাও
বাকি অংশ থেকে বাদ দাও-
পুনরাবৃত্তি হতে পারে(বড় সংখ্যার ক্ষেত্রে)
গুণিতক যদি সাতের হয়
তাহলে আর নেই ভয়
৭ দিয়ে ভাগ করো তারে।
বিজোড় স্থানে আছে যারা
বিয়োগ যাবে সবাই তারা-
জোড় স্থানীয় অঙ্কগুলো হতে,
এইভাবে প্রাপ্তফলে
যদি এগারোর ভাগ চলে
ক্ষতি নেই ১১-র বিভাজ্যতে।
শেষ অঙ্কের চারগুণ ধরো
বাকি অংশের সাথে যোগ করো-
বড় সংখ্যা হলে বারবার,
তেরোর গুণিতক হলে পরে
১৩ দিয়ে জেনো ভাগ করে
---এটাই নিয়ম বিভাজ্যতার।