কোন সংখ্যার শেষ অঙ্ক
জোড় যদি হয়,
২ দিয়ে যাবে ভাগ
জেনো নিশ্চয়।
অঙ্কগুলোর যোগফল
তিন দিয়ে ভাগ গেলে,
৩ দিয়ে বিভাজ্য হয়
এমন সংখ্যাই পেলে!
শেষ দুই ঘর -শূন্য বা
চারের গুণিতক হলে,
৪ দিয়ে ভাগ যাবেই যাবে
দিলাম তা আজ বলে।
শূন্য অথবা পাঁচ যদি
থাকে একক স্থানে,
৫ দিয়ে যাবে ভাগ
সবাই যে তা মানে!
দুই এবং তিন দিয়ে
যদি বিভাজ্য হয়,
৬ দিয়েও যাবে ভাগ
নেই কোন সংশয়।
শেষ তিন ঘর -শূন্য বা
আটের গুণিতক হলে,
৮ দিয়ে ভাগ যাবেই যাবে
কেউ যেন না ভোলে।
অঙ্কগুলোর যোগফল
নয় দিয়ে ভাগ গেলে,
৯ দিয়ে বিভাজ্য হয়
এমন সংখ্যাই মেলে!
একক স্থাণীয় অঙ্ক
যদি শূন্য হয়ে থাকে,
১০ দিয়ে অনায়াসে
ভাগ করা যায় তাকে।