ক্লাসে সুন্দরী অনেকেই ছিল
অনুপমা,চয়নিকা,মনীষা .......
মোর মন চুরি করে নিল
একজন;নাম তার বিদিশা।

কি অপরূপ রূপ তার
যেন আঁধার রাতের চাঁদনী,
তরতাজা গোলাপের বাহার-
তাতে এতটুকু খাদনি।

তার পটলচেরা চোখের দৃষ্টি
আর মুখের মধুর হাসি,
ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি,
সকল দুঃখ কষ্ট নাশি।

দিবা রাত্রি তার কথা
ভাবতাম মম মনে
একদিন যে পাব ব্যথা
তা ভাবিনি কক্ষনে।

সাহস করে যেদিন তাকে
মনের কথা বলি
মুখ ফিরায়ে পথের বাঁকে
সে অমনি গেল চলি।

চোখে এল আঁধার নামি
সময় গেল থমকে
স্বপ্ন ভেঙে এক নতুন আমি
হঠাৎ গেলাম চমকে।।