দারিদ্র, বেকারত্ব ---এসব কিছুর মূলে
বিপুল হারে জনসংখ্যা বৃদ্ধি ;
আমরা গেছি  কি  তা  ভুলে?  

আসলে,---
মৃত্যুর পর বংশে মোর
প্রদীপ জ্বলবে তাই
‘তিন কন্যা’ যতই থাক,
এক পুত্র সন্তান চাই।


‘সাত ভাই চম্পা’  হলে  
ষোল কলায় পূর্ণ,  
ভাইফোঁটায়  কারো দিল
হবে না তো চূর্ণ ।


‘হারাধনের দশটি ছেলে’
আমারও হয় সাধ
একটি বেশি হলে পরে
হবে বাজিমাত।  


যদি বা হই ভ্যান চালক,
ক্ষেতমজুর বা কুলি;
‘ধৃতরাষ্ট্রের শত পুত্র’
কি করে তা ভুলি!


তাছাড়া,---
জন্মরোধ মহাপাপ
ধর্মে আছে লেখা!
বছর বছর জন্ম দিলে
স্বর্গ পাব দেখা।


অতএব, ---
বাড়ছে বাড়ুক, বাড়তে দাও
ভেবে কি আর হবে,
জনসংখ্যায় আমার দেশ
শ্রেষ্ঠ আসন লবে!!!