চোর তাড়িয়ে ডাকাত আনা
পরিবর্তন তো বটে!
পরেরটা? সে তো সবার জানা-
বাস্তবে যা ঘটে।
আগে নিত চুপিসারে
এখন ঢাক পিটিয়ে
নিচ্ছে ঘুষ চারিধারে
মনের সুখ মিটিয়ে।
পূর্বে রাজ্য-কেন্দ্র দ্বন্দ্ব ছিল
বর্তমানে তা চরমে,
বাংলাকে আরও পিছিয়ে দিল
অহংকারের গরমে।
আগে বাংলা ছিল 'শ্রী' হীন,
এখন জুটেছে অনেক 'শ্রী'
বাড়ছে আরও দিন দিন,
সত্যিই লাগছে বড় বিশ্রী।
শাসন ব্যবস্থা ছিল ভাঙা
এখন ভেঙেছে বহুগুণ
বাংলা আজ রক্তে রাঙা
দিনের বেলায় হচ্ছে খুন।
ভোটাধিকার হচ্ছে হনন
গণতন্ত্রের বেহাল দশা,
স্বাধীনতার কবর খনন
ভোটব্যাঙ্কের হিসেব কষা!
ধর্মঘট আগেও হতো
এখন তাতে নেইকো সায়
সরকারি কর্মী যত
বাধ্য হয়ে অফিস যায়।
বকেয়া ভাতা দিয়ে, আগে
বলতো না তো কেউ-
আপনারা সব মিথ্যে রাগে
করছেন ঘেউ ঘেউ!
ঘুম ছুটে যায় শুনলে পরে
মুখ্যমন্ত্রীর ভাষা,
তাই বুঝি আজ কেঁদে মরে
পরিবর্তনের আশা!