উলঙ্গ রাজা ছিল, আছে,
ভবিষ্যতেও থাকবে।
মানব মনের বিবেক শিশু
কবে আর জাগবে!
কবে সে বলবে হেসে---
রাজা তোর কাপড় কই?
নগ্নতা তোর প্রকাশিত
বেহায়া তুই নির্লজ্জই।
অহংকারে অন্ধ হয়ে
নিজেকে তুই ভাবিস কী!
তোর মতো বুদ্ধিমান
এ জগতে কেউ নি।
মিথ্যা কেসে ফাঁসিয়ে মোদের
যতই করিস বন্দী
মানুষ আজ বুঝে গেছে
তোর আসল ফন্দি।
গায়ের জোরে জয়লাভ
কতদিন আর চলবে
গণতন্ত্রে জনগণই
শেষ কথা বলবে।