গাছেরও প্রাণ আছে
উত্তেজনায় দেয় সাড়া,
সকল প্রাণীর মতো
বিষ প্রয়োগে যায় মারা।
যন্ত্রণায় কাতর হয়
কুঠারাঘাত করলে তারে,
গাছের সুখ, গাছের দুঃখ
কজন আর বুঝতে পারে!
সূর্যের আলো পেলে
জল, বায়ুর সঙ্গে
খাদ্য বানায় গাছ
নিজ সবুজ অঙ্গে।
এইভাবে সৌরশক্তি
বাধা পড়ে গাছে
তাই খেয়ে প্রাণীকুল
দিব্যি বেঁচে আছে।
ফুটলে ফুল যেন গাছ
আনন্দেতে হাসে
দলে দলে বন্ধুরা সব
মধু খেতে আসে।
বিনিময়ে পায়ে তারা
রেণু মেখে লয়
ফুলে ফুলে বসে আর
পরাগযোগ হয়।
গাছেরও মরণ আছে
যায়না সে তা ভুলে
বীজগুলি তার সন্তানসম,
বংশরক্ষার মূলে।
এসব কথা জানতে চাও?
'অব্যক্ত' পড়ো তবে
না বলা গাছের কথা
সহজেই ব্যক্ত হবে।