করোনার করাল গ্রাস
বিশ্বজুড়ে ছড়িয়েছে ত্রাস
মানুষের আজ বেহাল দশা,
চূর্ণ তার জ্ঞানের বড়াই
মৃত্যুর সাথে করছে লড়াই
মিথ্যে যত হিসেব কষা!
অদৃশ্য এক জীব কী তবে
অকাতরে প্রাণ ছিনিয়ে লবে?
তাই কখনও হয়!
সবাই মিলে যদি চেষ্টা করি
মরার আগে কেউ না মরি
হবে মানুষেরই জয়।
শত অভাব অনটনে
আমরা সবাই জনে জনে
থাকব যে যার ঘরে,
সাবান কিংবা স্যানিটাইজারে
হাত ধোওয়া চাই বারে বারে
নিজের ও সকলের তরে।
কোথাও কোন জটলা হলে
প্রশাসনকে দেব বলে,
দূরত্ব রাখা চাই;
চললে এমন বেশ কিছুদিন
করোনাভাইরাস হবে ক্ষীণ,
বিকল্প পথ নাই।