বিদ্যার সাগর তিনি
নেই কোনো তুলনা,
দয়ারও সাগর ছিলেন
এ কথাটি ভুলনা।
ছাব্বিশে সেপ্টেম্বর,
আঠারো'শ বিশ সাল
বীরসিংহের সিংহপুরুষ
বিদ্যাসাগরের জন্মকাল।
পিতা ঠাকুরদাস,
মাতা ভগবতী দেবী---
রত্নগর্ভা মহীয়সী,
সত্য সমাজসেবী।
শৈশবে পিতার সাথে
এলেন তিনি শহরে
বিদ্যার সাগর হলেন
জ্ঞানের বিশাল বহরে।
বাল্যকালে বিবাহ নয়
মেয়েদেরও শিক্ষা চাই,
দেশের বুকে নানা স্থানে
বিদ্যালয় গড়লেন তাই।
বিধবাদের বিয়ে হবে
এই ছিল তাঁর পণ,
তাঁরই চেষ্টায় হয়েছিল
আইন প্রনয়ণ।
বর্ণ পরিচয়, বোধদয়,
আরও কতো বই,
লিখেছিলেন যাতে
মোরা শিক্ষিত হই।
মাতৃভক্ত, কর্মবীর,
দানশীল তিনি,
বাঙালী চিরকাল
তাঁর কাছে ঋণী।