ধর্মের নামে ভণ্ডামি,
আর কুসংস্কার যত
নিয়েছে কেড়ে হিন্দু নারীর
অসহায় প্রাণ কত!
বল প্রয়োগে সহমরণ
'সতীদাহ' কয় তারে!
অবলা নারীর আর্তনাদ,
কজন বুঝতে পারে?
বুঝেছিলেন একজনই,
বাঙালির তিনি 'রাজা'
মনে প্রাণে চেয়েছিলেন
বন্ধ হোক এই সাজা।
অদম্য তাঁর জেদ
আর অন্তহীন চেষ্টায়,
প্রাণঘাতী সে কুপ্রথা
বন্ধ হলো শেষটায়।
হুগলি জেলার অখ্যাত
রাধানগর গ্রামে
জন্মেছিলেন কুলীন ঘরে
রামমোহন নামে।
তাড়িনী দেবী মাতা
আর পিতা রামকান্ত
এমনতর পুত্র পাবে
স্বপ্নেও কি জানতো!
মূর্তিপূজার বিরোধী,
একেশ্বরবাদী ছিলেন,
ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠায়
তারই প্রমাণ দিলেন।
শাস্ত্রজ্ঞ পণ্ডিত তিনি,
ছিলেন বহু ভাষাবিদ,
হিন্দু নারীর মুক্তি দাতা
নবজাগরণের পথিকৃৎ।