সিগারেট, জানি বিষ
তবু চাই
নচেৎ বু্দ্ধি নাই
আমি তো খাই না
মাঝে মধ্যে
দু’একটা চাই ।
খৈনী, জানি বিষ
তবু চাই
নচেৎ স্বস্তি নাই
আমি তো গিলি না
কেবল ঠোঁটের নিচে
মাঝে মধ্যে চাই।
মদিরা জানি বিষ
তবু চাই
নচেৎ ঘুম নাই
আমি তো খাই না
মাঝে মধ্যে কেবল
গলা ভেজাই।