যোদ্ধা
বিকাশচন্দ্র সরকার
একজন কবিকে দেখবো বলে
আমি রোজ পদাতিক মিছিলে হাঁটি,
একজন কবিকে দেখবো বলে
নিভে আসা আলোর প্রান্তে
আমি এক জীবনের গল্প পুষে রাখি।
আমার কল্পনায় কবি আসে,
কবি কথা বলে
কবি বলে ভালোবাসো।
ফুলেরা পাপড়ি ছড়িয়ে
কবির চোখে চোখ রাখে,
এক জোড়া প্রজাপতি
কবির দোয়াতে বসে রঙ ঝরায়,
লালনের গান আর রাঙামাটি পথ
কবির চারপাশে বসন্ত ছড়িয়ে দেয়।
আমার স্বপ্নের কবি
নায়কের মতো যুদ্ধ করে,
ভুখা পেট আদুল গা নগ্নতার মিছিলে।
কবির বর্ণমালা মন্ত্র শেখায়
বেঁচে ওঠার মন্ত্র,
কবিতার পংক্তিতে আলোক বর্তিকা
অন্ধকার পাঁজরে মুক্ত বাতাস,
কবি লড়াই করতে শেখায়
কবি মানবতার স্বরলিপি ফোটায়।
একজন কবিকে দেখবো বলে
আমি রোজ প্রান্তিক হয়ে যাই,
একজন কবিকে দেখবো বলে
সহস্র মানুষের ভীড়ে
আমি একজন মানুষকে খুঁজে যাই।