স্বাধীনতা
বিকাশচন্দ্র সরকার

স্বাধীনতা তুমি সুপ্ত সবুজে থেকো,
স্বাধীনতা তুমি হৃদয়ে আসন পেতো।  

ভালো থাক যত জীবন জোড়া খাতা,
হাসি রোদ্দুরে ঝল-মল শশী তারা।

স্বাধীনতা তুমি অদূর আকাশে ভেসো,
স্বাধীনতা তুমি শরৎ কাশেতে দুলো।

ফাগুন বাতাসে সোনালী স্বপ্ন এঁকে,
ফুটুক মুকুল জোৎস্না ঝরা রাতে।

স্বাধীনতা তুমি কবিতায় কথা বোলো,
স্বাধীনতা তুমি মুক্ত শ্রাবনে জেগো।

কল্যাণময়ী প্রগতির ছায়া তলে,
বাঁচুক মানুষ সু-শীতল বিশ্বাসে।

স্বাধীনতা তুমি স্বদেশের কথা মালা,
স্বাধীনতা তুমি পথিক প্রাণের আশা।

প্রভাত রবির মঙ্গলময়ী সুরে,
আমার ভারত নব পল্লবে ভরে।

স্বাধীনতা তুমি মুক্তির ছায়া পথে,
স্বাধীনতা তুমি রক্ত প্লাবন সুখে।

প্রসারী চিত্ত নব দিগন্ত রাগিণীর উপমায়,
সাম্যবাদের মন্ত্র ঝরুক সত্যের সাধনায়।

স্বাধীনতা তুমি আবিরে গোলাপে তীর,
স্বাধীনতা তুমি মিলনের গীতি নীড়।

সরল রেখায় সব বিদ্বেষ ভুলে,
আসুক আলো প্রজাপতি রং মেলে।

স্বাধীনতা তুমি অনুরাগে ভালোবাসা,
স্বাধীনতা তুমি মননে অগ্নিবীণা।

সংকল্পের চক্র তেজের গতি,
মিলবে মিলাবে বিশ্ব ভুবন মাতি।