শুভেচ্ছা
বিকাশচন্দ্র সরকার
আলো ফুটলেই
স্বপ্নেরা পথে নামে।
আলো ফুটলেই
পাপড়ি মেলে চোখ।
আলো ফুটলেই
বনবিথীকায় জাগে নব কিশলয়।
আলো ফুটলেই
সহস্রাব্দের ঠোঁটে প্রজাপতি মেলা।
তোমার চোখে পৃথিবী সুন্দর হোক,
তোমার কথায় কবিতা পড়ুক ঝরে,
তোমার কন্ঠে সুর ঝরুক বসন্তের,
তোমার চেতনায় উজ্জীবিত হোক শ্রাবনের গান।
সময়ের ধারাপাতে
পরিনত ফসিলের ঘ্রান।
সময়ের ধারাপাতে
স্মৃতিময় ব্যপ্তি পরিসর।
সময়ের ধারাপাতে
সুখ-দুঃখ ভাগাভাগি সাগর সংসার।
সময়ের ধারাপাতে
আসে জন্ম আরো জন্ম গতিময়।
ভালো থেকো তুমি
ভালবেসে ভালবাসার জোয়ারে,
ভালো থেকো তুমি
আগামীর শারদীয়া সবুজ মিছিলে,
ভালো থেকো তুমি
সুপ্ত সারথীর আগ্নেয় প্রপাতে।
ভালো থেকো তুমি
আশাময় শব্দের ছন্দ উল্লাসে।