স্নেহময়ী
বিকাশচন্দ্র সরকার
ফাগুন বেলায় উদাস হলে মন,
বুকের তৃষা জুড়ায় সে যে
আমার আপন জন।
বল্গা বিহীন পথিক আমি
বিশ্ব ভূবন মাঝে,
ক্লান্তি এলে বুক পেতে দেয়
আপন আঁচল তলে।
সে যে আমার ঈশ্বরীয় ছায়া,
পরাণ মাঝে দৃশ্য আঁকে
স্নেহময়ী "মা"।
প্রলয় যখন ধ্বংস লীলায় মাতে,
রুদ্র তেজে কঠিন শিলা
আমায় আঘাত করে।
তখন আমার গভীর রাতের তারায়,
যে সুর তোলে আহ্লাদিত
নতুন রঙের ছটায়।
সে যে আমার পরম পাওয়ার ছোঁয়া,
পরাণ মাঝে দৃশ্য আঁকে
স্নেহময়ী "মা"।
স্বজন তো হয়
নিত্য চলার পথে,
হিসাব করে রাখে পাতা
মিথ্যা হাসির ছলে।
সব হারানোর নিঃস্ব ভূবন মাঝে,
যে হাত রাখে আমার শিরে
রূপকথাদের ভীড়ে।
সে যে আমার বহু দিনের চেনা,
পরাণ মাঝে দৃশ্য আঁকে
স্নেহময়ী "মা"।
আমার পরম পাওয়ার মাঝে
যে বুক গর্বে ভরে,
অশ্রু ঝরায় দৃশ্যপটে
মুক্ত ঝরার সুখে।
সে হাসিতেই বাঁচি আমি রোজ,
মোহিত ক্ষণে সে দেয় আশীষ
চির আপন জন।
সে যে আমার নিত্য কথামালা,
পরাণ মাঝে দৃশ্য আঁকে
স্নেহময়ী "মা"।