সংগ্রাম
বিকাশচন্দ্র সরকার
লড়াইটা ছিল
দু-মুঠো ভাতের।
লড়াইটা ছিল
নির্লোভ চোখে, বেঁচে থাকা স্বপ্নের।
লড়াইটা ছিল
সাম্যবাদী অঙ্গীকারের।
লড়াইটা ছিল
লাঙল আর পরিযায়ী মাটি মজুরের।
লড়াইটা ছিল
নগ্ন পায়ের দৃঢ়তায় ভরা মিছিলের।
লড়াইটা ছিল
প্রগতিময়ী চিবুকের।
আমরা সেখানে দিয়েছি তুলির টান,
রাজা আর রাণী যুদ্ধ শেষে
পেতেছে সিংহাসন।