সংলাপ
বিকাশচন্দ্র সরকার

শপথের ঠোঁট,
আঁধারের বুক চিড়ে ছুঁয়ে থাকে।
বলে, "চলো ভিজি নতুন শ্রাবনে।"

ভালবাসা কাছে এলে,
শরতের আকাশে ভাসে রোদ।
বলে, "এসো মিলি পূর্ণ আলোকে।"

চোখের পরতে এলে জল,
জীবনের অনুভূতি ফুল হয়ে ফোটে।
বলে, "এসো তোমায় সহস্রাব্দের ব্যাথা শোনাই।"

বেলাভূমির কবিতায় বসন্ত এলে,
ঝিনুকের সত্ত্বায় স্বপ্ন জ্যোতি।
বলে, "এসো হৃদয়ের গহ্বরে আশালতা পুষি।"

ফুল ফোটে কথা বলি,
জ্যোৎস্নায় মিশে।
আমি বলি, "এ আমি'র সবটুকু তুমি।"