শৈল্পিক সন্ধ্যা
বিকাশচন্দ্র সরকার
ছায়ারা দীর্ঘ হতে হতে
ঠিক যখন, সন্ধ্যা নেমে আসে।
আমি বসি মুখোমুখি
তুমি আর তোমার অক্ষর সত্ত্বায়।
এক একটা কথায়
এক একটা শব্দের আঁচড়ে
ইচ্ছে হয় তোমাকে সাজিয়ে তুলি।
সাজিয়ে তুলি বসন্তের রাগে
প্রস্ফূটিত পলাশের রঙে,
ময়ূরী ছন্দের আঙিনায়
সাজিয়ে তুলি তোমাকে
শ্রাবণের অনুরাগে।
তোমার মুখ
তোমার ঠোঁট
তোমার পরতে পরতে
সৃষ্টি হোক খেয়ালী আবেগ,
ভালোবাসার মতো
সবুজ পৃথিবীর মতো।
তোমাকে সাজিয়ে তুলবে
আমার পৃথিবী।
এক আকাশ ডানা মেলে পাখি
এক সমুদ্র সৈকত ছড়ানো বেলা রোদ।
ইচ্ছে হলে তুমিও
নদী হয়ে দেখো,
আমার পাহাড় জোড়া বুকেও
পলির উষ্ণতা।
আমার রুগ্ন লাল মাটির পথে
ইচ্ছে হলে উড়িয়ে দেখো ধুলো
জ্যোৎস্নার ছটায়
এখনো এ বুকে রূপকথা খেলা করে।
যদি ইচ্ছে হয়
কান পেতো ঝর্ণার প্রপাতে,
বন্যতায় বনলতা ঘ্রাণ
আর মহুয়ার মাদকতায়
তোমার শরীরে এঁকে দেবো
শব্দহীন সাঁকো,
কাব্যহীন ছন্দের আঙিনায়
একক তোমার বুক জুড়ে।
ভালোবাসার প্রতীকী স্বত্বায়।