প্রান্তিক
বিকাশচন্দ্র সরকার
সময় যখন সাঁকো গড়ে প্রাণে
তখন না হয়, একটু কাছে আসি,
ছুঁয়ে থাকার অঙ্গীকারে কথা
একটু না হয়, আরো ভালোবাসি।
দিন তো যাবে সময় ধারা পথে
পথিক বাউল ডাকে সাঁঝের বাঁকে,
এমনি ধারায় তবু তুমি আমি
সবুজ বুকে সৃষ্টি যাবো এঁকে।
হোক না আঁধার গভীর কালো ভূমি
নামুক ধারা শ্রাবণ বেলা ভুলি,
তোমার চোখে জ্যোৎস্না প্লাবন এনে
ফাগুন দেবে পাঁজরে সুর তুলি।
নিত্য নতুন জীবন কাঠি সুখ
কাছে ডাকে মায়ার ছলে হেসে,
কাব্য তবু মেলেছে ডালপালা
নগ্ন মাটির আঁচল তলে এসে।
সময় যখন তুফান ভাঙা ঢেউ
তখন না হয়, একটু কাছে বসি,
অঙ্গীকারের প্রাণের বেলাভূমি
আলিঙ্গনে তোমাতে যাক মিশি।