পথ
বিকাশচন্দ্র সরকার

কবি পথে নামলো,
একটা গাছ মাথা দুলিয়ে করলো অভিবাদন,
কবি হাসলো তৃপ্তির হাসি।

কবি পথে নামলো,
একটা নদী যুবতী রঙ মেখে
বললো লিখেছো নতুন কিছু।
কবি হাসলো পূর্ণতার হাসি।

কবি পথে নামলো,
একটা ফুল মৌসুমী দোলায় দূলে
বোঝালো বসন্ত এসে গেছে।
কবি হাসলো তৃপ্তির হাসি।

কবি পথে নামলো,
জ্যোৎস্না আলিঙ্গন করলো নির্মল ধুলিকনা
আধারের বুকে আলপনা এঁকে।
কবি হাসলো পূর্ণতার হাসি।

কবি পথে নামলো,
একদল মানুষ হেঁটে চলেছে মিছিলে,
একটা নেংটা ছেলে কখন থেকে কেঁদে কেঁদে
ঘুমিয়ে পড়েছে ফুটপথে,
একটা ধর্ষিতা নারী ছেঁড়া কাপড়ে
দাবি করছে বিচারের,
একটা শৈশব আর একটা শৈশবকে বলছে
আমরা কবে হাসতে পারবো।

যে পাহাড়ের গায়ে ঝর্ণা
গড়ে প্রাণের স্পন্দন,
যেখানে প্রানের গভীরে সুর তোলে
ধামসা, মাদলের তালে।
সেখানে বাতাস ভারী হয়ে এলে
বুভুক্ষু স্বরলিপি ফোটে।
কবি এবার দাঁড়ালো,
ভাবলো আরো কিছুটা সময়।
কবিতারা শব্দের জাল ছাড়াতে ছাড়াতে বললো-
"পথ এখনো ছন্দ খুঁজে পায় নি।"