হুল মাহা
বিকাশচন্দ্র সরকার
বুনিয়াদ মন্থনে এখনো আক্ষেপ,
রাষ্ট্রীয় প্রগতি ঘোষণা করে ভোর,
দূরত্বের দেওয়ালে ফোটে প্রহৃত অঞ্চল
সহস্র কফিনে তাজা রক্ত।
শতাব্দীর পর শতাব্দী স্থির স্বপ্ন
নুব্জ্য দেহে দাড়িয়ে আছে বিরসা
ক্ষত-বিক্ষত ফুলমনি।
নগ্ন তার পা
নগ্ন তার পেট
নগ্ন তার মা।
পদাতিক স্রোতে দু-কলি ফুল ছড়ালে
আমার রাষ্ট্র ছড়ায় করুণা
ছড়ায় দু-মুঠো লাল ভাত।
প্রার্থনার কার্পেটে বড়ো বেশি ঘুন
তবু, অপচয়ের জীবন যখন শোনায়
বেদ মন্ত্র, এক আকাশ পাঁজর তোলে ধ্বনি,
আহ্লাদি ভূষণে পোড়া মাটির থাল
বড়ো বেশি বিপন্ন।
হুল মাহা, তুমি সজাগ থাকো।
হুল মাহা, তুমি শপথ নাও।
হুল মাহা, তুমি জেগে ওঠো।