দিনান্তে
বিকাশচন্দ্র সরকার
না যদি হয় কৃষ্ণ কথা
গোপন মনের ঘরে,
রাধার প্রাণের উষ্ণ বীণা
কেমনে তবে ঝরে।
মন পিয়াসী পলাশ বনে
বাঁশের বাঁশির রাজা,
আজো সে যে প্রেমের সুরে
জীবন পথিক প্রজা।
না যদি হয় ভালবাসা
অসীম আকাশ নীলে,
কেমনে তবে বৃষ্টি জুড়ে
জ্যোস্না কথা বলে।
প্রিয় মুখে প্রিয়ার ছবি
কাব্যে আলিঙ্গন,
সমার্পনের শিরায় জাগুক
ভীষণ অভিমান।
না যদি হয় দৈববাণী
ভীষণ স্বপ্ন ছায়া,
মানুষ ভাসুক আশার স্রোতে
বাঁচুক সত্য মায়া।
প্রেমের বীনায় সহজ সুরে
পলি মাটির গান,
ভাটার স্রোতে রোজ ভেসে যায়
ভাটিয়ালির টান।
না যদি হই মুখোমুখি
হৃদয় ছোঁয়া বান,
বনের ছায়ায় সবুজ মায়ায়
নিত্য কলতান।
রঙ মাখে রোজ প্রজাপতি
রোদ্দুরে বুক পেতে,
কি এসে যায় ঘর হারা সে
বিশ্ব আঙিনাতে।
না যদি হয় ভালবাসায়
রূপকথা জাল বোনা,
কাব্য থাকুক স্মৃতির দোলায়
বর্ণ ছটা চেনা।
সে জন আছে গভীরতায়
নিঃস্ব বুকের মাঝে,
নেবে আমায় তার তরীতে
আমার জীবন সাঁঝে।