চেতনায় নজরুল
বিকাশচন্দ্র সরকার
এ দেশ যখন বন্দী ছিল
বৃটিশ রাজের হাতে,
শাসক ত্রাসের প্রকট ছায়া
দেশের মানুষ মারে।
সর্বহারা মায়ের কোলে
তখন প্রলয় শিখা,
জন্ম নিলো আমার কবি
সুরের গুলবাগিচা।
দারিদ্র্যতার চাবুক পেটে
জীবন তৃষ্ণা ঝড়ে,
উচ্চারিলো সাম্য মন্ত্র
অগ্নি বীণার তারে।
সুরের ধারায় পেখম মেলে
সৃজন সুখের ভালে,
তরুণ পথিক শপথ নিলো
বাঁধন হারার পথে।
মানবতার করুণ রূপের গায়ে
ছন্দ দোলায় মিলন দিলো গড়ে,
বন্দী হলে কারার কঠিন বুকে
জবান দিলো রাজবন্দী চেতনা প্রত্যুষে।
প্রেমিক সে যে মাতৃভূমির
তুফান ভাঙা ঢেউ,
কাণ্ডারী সে নেবেই পাড়ে
উদ্দীপনার রঙিন স্বপ্নতেই।
এ দেশ তোমার এ দেশ আমার
বিশ্ব ভাতৃ বোধে,
কুঠার হানে পুঁথির ভাঁজে
পোড়ায় ধর্ম ধ্বজে।
ধূমকেতু যার রুদ্র পটে
বিষের বাঁশির রাজা,
বিদ্রোহী বীর আমার নজরুল
অমানিশা জোড়া আশা।