ব্যতিক্রম
বিকাশচন্দ্র সরকার

তোমায় না হয় অন্য কিছু বলি,
সহজ কোনো জীবন গাথা
সরল কোনো বুলি।
প্রজাপতির ছন্দ দোলায়
যেমন প্রথম রবি,
ফোটায় হাসি মুক্ত ধারায়
আরশিতে চোখ মেলি।

রুগ্ন মাটির রুদ্র তুফান
অভাবী আটচালা,
নগ্ন কোনো রাজকন্যা
কিংবা উজান চলা।
এসব থাকুক কেবল আমার
ভীষন রকম কাছে,
দু-ফোটা জল ঝরুক না হয়
মাটির বুকে মিশে।

তোমায় না হয় অন্য কিছু বলি,
ঝর্না ধারায় সুর ভেসে যাক
ফুটুক কুসুম কলি।
রূপকথা দের জাল বুনে যাক
হাজার কথামালা,
ঠোঁটের কোনায় উঠুক ফুটে
রম্য কবিতা।

প্রান্ত পথে উড়ুক ধূলা
কালবোশেখের তেজ,
কঠিন বুকে আঁকড়ে থাকুক
ধূমকেতু দরবেশ।
চিত্র লেখায় রক্ত ক্ষরণ
হাজার চাবুক জোড়া,
এসব কথা থাক না আমার
আমার শরীর মোড়া।

তোমায় না হয় অন্য কিছু বলি,
কাজল কালো হরিণ চোখের
স্বপ্ন আঁকিবুকি।
জ্যোৎস্না নামুক শাল পিয়ালে
পলাশ রঙে লাল,
ফাগুন হাওয়ায় হৃদয় ছুঁয়ে
আবির ভিজে যাক।

আমার থাকুক স্লোগান দেওয়া
কন্ঠ পরিভাষা,
বজ্র মুঠির পরশ পাথর
রোদ্দুরে বুকপাতা।
সাম্যবাদের বীজমন্ত্র
থাকুক কাব্য মূলে,
লালন বোনা পল্লী পথে
একাই যাবো হেঁটে।

তোমায় না হয় অন্য কিছু বলি,
ব্যালকনি প্রেম আলিঙ্গনের
উষ্ণ শিশির ধ্বনি।
চিবুক ছুঁয়ে হেমন্ত রাগ
কৃষ্ণচূড়ায় ডোর,
মনের কোণে ফুটুক তোমার
নতুন দিনের ভোর।