অন্তর্মুখী
বিকাশচন্দ্র সরকার



রোজ মনে হয় নতুন কথা বুনি,
নতুন আলোর নতুন প্রভায়
নতুন সকাল আনি।
আমার তুমির কুঞ্জ ছায়ায়
হয় না আসা নিত্য ধারায়,
পেখম পালক ছন্দ কলায়
আসি না রোজ হেলায়।



রোজ মনে হয় তুমি রাজার রাজা,
প্রণয় পথিক বিশ্ব পথে
তুমি সরল সোজা।
তবু তোমায় প্রশ্ন করি
জটিল ধাঁধায় তোমায় রাখি,
একক দিনে সেই তোমাতেই
সঁপি সজল আঁখি।



রোজ মনে হয় তোমার কাছে বসি,
মাতৃ মায়ার আঁচল তলে
তোমার বুকে মিশি।
ভাঁটার স্রোতে আকুল প্রাণ
ঘরে ফেরার টানে,
মোহন সুরে হারাই রোজই
বেলা ভুমির মানে।



রোজ মনে হয় দুঃখ জোড়া আমি,
সবাই বাঁচে সুখের মাঝে
ঝরি কেবল আমি।
অমনি তোমার শ্রাবন ধারায়
ইচ্ছে লুটোপুটি,
ভেজায় আমায় ভীষণ রকম
দৃপ্ত ধ্বনি লুটি।
রোজ মনে হয় গল্পকথায় ভাসি,
বিবেক বোধির ছত্রছায়ায়
আপন হৃদয় পুষি।
ফিরবো যখন সাঁঝের তারায়
সল্প আঁধার কাব্য বেলায়,
তখন না হয় ডেকো আমায়
তোমার সৃষ্টি খাঁচায়।



রোজ মনে হয় নিঃস্ব আমি মনে,
হাজার প্রাণে সুর কলতান
আমি শুন্য কোণে।
সেই যে আমার ভীষণ কাছে
তোমার পরশ খানি,
অনুভূতির পাপড়ি ঠোঁটে
শোনায় তোমার বাণী।



রোজ মনে হয় ফাগুন জড়ো করি,
পলাশ রাঙা আগুন পাখি
বুকের খাঁচায় ভরি।
বুঝি না তো অবুঝ হৃদয়
তুমি আছো কাছে,
সবটুকু রঙ সবটুকু ধন
সবই আমার আছে।