আমার বসন্ত
বিকাশচন্দ্র সরকার
বনানীর আবছায়া তুলেছে যে ধ্বনি
এ ফাগুন, এ বসন্ত
তুমি আর তুমি।
আবিরে উঠেছে ঢেউ রঙ শুধু রঙ,
মিলনের এ সময়
উঠুক তুফান।
বাউলের একতারা বাজে আজ প্রাণে,
কথাহীন কথা মাঝে
তুমি থেকো মিশে।
রাঙামাটি রাঙা পথ রাঙা আঙিনা,
জ্যোৎস্নায় ঝরে পরে
নব কবিতা।
মলিনতা স্খলনে নতুনের বাণী,
নব কিশলয় মাঝে
সুরভিত তুমি।
শিমুল তুলির টানে পলাশের ঠোঁট,
মুক্ত সোপানে আঁকে
জীবনের বোধ।
ভালোবাসি ভালোবাসি এক বুক আশা,
ধরনীর ধারাপাতে
তুমি ভালোবাসা।