আলিঙ্গন
বিকাশচন্দ্র সরকার
প্রশস্ত প্রশান্তি কাছে এলে
ইচ্ছে হয় তোমাকে ছুঁয়ে থাকি,
ছুঁয়ে থাকি ভালোবাসার মতো
পেক্ষাগৃহ জুড়ে।
মানবী অক্ষরে প্রেয়সী রূপ
যখন ধরা দেয় আমার বর্ণময়ী ছটায়
তখন ইচ্ছে হয়,
তোমার ঠোঁটের আদ্রতায় সতেজ হয়ে উঠি।
স্থির বিশ্বাসে সময় থমকে দাঁড়ালে
অবিচল দৃঢ়তার আশাময়ী মেঘ
আমার দোয়াতে এখনো বৃষ্টি ফোঁটায়
ঝরে পরে মোহনার সুখ।
আমি আলিঙ্গন করি
আলিঙ্গন করি বাতাসের বসন্ত ঘ্রাণ,
এক জীবনের মাদকতায়
আমার কবিতার পঙতিতে সুর ঝরে
মুক্ত মিছিলে ঝরে দাবানল।