সন্ধ্যাতারা দোয়েল পাখি আমায় কেন ডাকে
ডেস্ক ভরা ঐ কাগজ খাতা এত কাজের ফাঁকে।
মন ভরা ঘুম প্রান ভরা তান কোথার ওরে ডানা
প্রশ্ন এত জমে আছে উত্তর নেই জানা।
অন্ধকারে বন্ধ গলি দূরে শেয়াল ডাকে
ক্যানভাসে রঙ লেগে আছে কিসের ছবি আঁকে।
কয় না কথা বন্ধ্যা স্মৃতি মন্থরতার ঝোঁকে
পথ হারিয়ে ঘুরে বেড়ায় কখন খোঁজে কাকে।
সুখ পাখি তার মুখ চেয়ে রয় ডানায় ফোঁটা জল
পদ্ম পাতা বৃষ্টি শেষে সূর্য যে টলমল।
জলের নীচে পাতা দোলে চলে মাছের ডানা
পথের টানে পথ চলে যায় কতই আনাগোনা।
বেড়াল ছানা তারাও জানে কোথায় থাকে ছবি
স্তব্ধ বিকেল ঐ তবু জেল সবই যেন হবি।
মাঝ রাতে তার ঘুম ভেঙে যায় তারার কথা শুনে
অন্ধকারে আঁকিবুকি নীল জামিরের বুনে।
স্তব্ধ যত দালান কোঠা স্তব্ধ ভূতের বাড়ি
আপন মনে খেলা করে ভাতের থালা হাঁড়ি।
পথ ভোলা পথ উজিয়ে চলে মেলে কিসের দেখা
যতই চলি যতই বলি হারিয়ে তবু একা।
মন পবনের নাও বয়ে যায় মন লাগে না কাজে
শীতের হাওয়া হঠাৎ পাওয়া তাও তো মাঝে মাঝে।
সত্যিকারের হারিয়ে পাওয়া মিথ্যে নাটের বেলা
সত্যি যদি ঘটতো তবে সাঙ্গ হত খেলা।