পাঁচটা দশের বনগাঁ লোকাল
জায়গা দখল সকাল সকাল
ভীড়ের মাঝে তুলছে যে মাল
             ঝুলছে হুকে ঝাঁকা

আদুড় গায়ে বাদুড় ঝোলা
পাঞ্জাবীতে কলার তোলা
ব্যাগটা আছে চেনটা খোলা
             পকেট গুলো ফাঁকা।

নিজের পায়ে পরের পায়ে
দাঁড়িয়ে আছে গায়ে গায়ে
জায়গা খোঁজে ডাঁয়ে বাঁয়ে
             গেটের কাছে ভিড়

দাঁড়িয়ে গেলে এ সিগন্যালে
ঘামতে হবে সবাই মিলে
সময় বয়ে যাবে চলে
             ট্রেনের গতি ধীর।

এগিয়ে চলুন পিছন দিকে
বলছে সবাই হেঁকে হেঁকে
এমনি করেই আছে টিঁকে
             এই আমাদের দেশ

তাসের আসর জমিয়ে কোনে
চাল ভাবছে মনে মনে
গেম খেলছে কেউ বা ফোনে
              কাটছে সময় বেশ।

নিন দিলখুস হাতে গরম
শোনপাপড়ি টাটকা নরম
ঝালমুড়িতে ঝাল দেবে কম
              খেতে পেলেই শুই

দিচ্ছি দাদা ছাল ছাড়িয়ে
নুন মাখিয়ে ঝাল ছড়িয়ে
একটু নেবেন হাত বাড়িয়ে
              পাঁচ টাকাতে দুই।

রাজনীতি আর সাচ্চা খবর
আড্ডা জমে উঠছে জবর
অফিস ফেরত গৎ তারপর
              নিজের স্টেশন আসে

দিন ফুরিয়ে রাতের আলো
ফিরতি পথে লাগছে ভালো
হচ্ছে দেখা আবার কাল ও
              তিন নম্বর বাসে।