কাকের জ্বালায় অতিষ্ঠ সব
ত্রাহি ত্রাহি রব
কা কা তে কান ঝালাপালা
করছে অনুভব।
নবাব ভাবেন হঠাৎ করে
দিল্লি শহর জুড়ে
জুটলো এত কাকের ছানা
কোথাত্থেকে উড়ে।
হিসাব কষে দেখতে হবে
কাকের বাড়াবাড়ি
গুনতে হবে কাক যে কত
জলদি তাড়াতাড়ি।
কাক গোনা কি সোজা কথা
সবার মাথায় হাত
ঘুম ছুটেছে পন্ডিতদের
ভাবছে সারা রাত।
নবাব রেগে মাথা গরম
একটা কাজের নয়
ন্যাড়া মাথায় ঘোলটি ঢেলে
ঘুরবে নগর ময়।
এমন সময় নবাব দেখেন
বীরবল দরবারে
ঢুকছে কেমন খোস মেজাজে
চাদর দিয়ে ঘাড়ে।
বলতে পার এই শহরে
মোট ক টা কাক আছে?
না পারলে তো হার মানবে
এবার সবার কাছে।
ঊনিশ লক্ষ বারো হাজার
সাতশো ছেষট্টিটা
কাক রয়েছে এই শহরে
আমার গোনা ও টা।
নবাব বলেন এটার চেয়ে
কম বেশি হয় যদি?
বীরবল তো তৈরি ছিল
হুজুর শেষ অবধি
দু চারখানা কম যদি হয়
বুঝবো কোথাও দূরে
আত্মীয়দের বাড়ি আছে
আসতে গেছে ঘুরে।
আর যদি হয় কাকের ছানা
দু চার খানা বেশি
বুঝতে হবে বন্ধুবাড়ি
করছে মেশামেশি।
নবাব হাসেন গোঁফের কোনে
বুদ্ধি একেই বলে
বীরবলকে এই জন্যে
রাখেন মাথায় তুলে।