সঙ্গে করে নিয়েই যাবো
            রঙ্গ মেলার হাটে
দেখবে কেমন ঢঙ সার্কাস
            চলছে খেলার মাঠে।

উড়ছে হাওয়ায় পরী মানুষ
            হাত ছেড়ে হাত ধরে
ভুলটি হলে ধপাস করে
            দড়ির জালে পড়ে।

ডিগবাজি খায় অনায়াসে
            বদলে ফেলে রঙ
মাথায় টুপি বামন হাসায়
            সেও সেজেছে সঙ।

সিংহাসনে বাঘ সিংহ
            বেড়াল হয়ে থাকে
রিং মাস্টার চাবুক হাতে
            দৌড় করায় তাকে।

মুখের ওপর গ্ল্যামার আলো
            চুন কালি সব ঢাকা
শরীর কেবল কথা বলে
            মাথার ভিতর ফাঁকা।

জলহস্তী গাজর খাবে
            চলছে হেলে দুলে
সাইকেলেতে কাকাতুয়া
            যাচ্ছে পাখা তুলে।

সামনে পিছে ঘোড় সওয়ারী
            চরকি ঘোরে রাজা
তাঁবুর নিচে দিন কেটে যায়
            এমনি তাদের সাজা।

ছোট্ট টুলে মস্ত হাতি
            সেলাম ঠোকে শুড়ে
বাচ্চা বুড়ো হাততালি দেয়
            তাই গ্যালারি জুড়ে।

ঘন্টা বাজে খেল তো খতম
            এবার ঘরে ফেরা
ঝাঁপ দেবে কি আগুন দেখে
            নতুন পতঙ্গেরা।