ইন্দু সুজন        বন্ধু দুজন
       ঘুরতে গেল বনে
শুদ্ধ হাওয়া        গাছের ছাওয়া
       ফুর্তি জাগায় মনে।
হঠাৎ দুরে         রাস্তা জুড়ে
       আসছে ওটা কি রে
বাপ রে ভালুক    নখ দিয়ে বুক
       রক্ত খাবে চিরে।
ইন্দু ছুটে          ভয়ের চোটে
       উঠলো গিয়ে গাছে
সুজন ভয়ে        পড়লো শুয়ে
       ভালুক ধরে পাছে।
ভালুক শুঁকে       নাকে মুখে
       করলো ঘোরা ফেরা
ভাগলো দুরে      সে তারপরে
       ভাবলো বুঝি মরা।
ইন্দু নেমে         একটু থেমে
       শুধায় সুজন ভাই
ভালুক মিতা       বললো কি তা
       জানতে আমি চাই।
ও কিছু নয়        বিপদ সময়
       যে থাকে না পাশে
বন্ধু তাকে         বলে না কো
       বললো ভালুক এসে।