এ ঘোর কলি যুগ
বিশ্ব ধ্বংস সমুখ।
শান্তির নীরে জ্বলছে আকগুন,
পাপিদের এসেছে ফাগুন।
সত্য গেছে ঢেকে ক্রমে,
মিথ্যের আচ্ছাদনে।
গুনো,গুনো ওই পাপিদের গুনো,
গুনে পাবে না কূল-
শান্তির নীর আছে কী কোথাও?
চারি ধারে আগুন লেগেছে আগুন।
সোজা পথ সরে গেছে দূরে,
শোষিতরা শোষনে ব্যস্ত,
মানুষেরা তাই সোজা পথে নয়,
বাঁকা পথে করে নিত্য।
---------