আমরা মানব জাতি
নিজেরা----------
নিজেদের ভালোবাসি।
আমরা মানব জাতি
মানুষ হয়েও আত্মঘাতী।
ছোটো, বড়ো রেখা টেনে
নিজেরাই বাঁধি যুদ্ধ বাজি।
আমরা একটুতেই বিগরে গিয়ে
কু-কর্মের দ্বারে গিয়ে--------
সু-কর্মে জুতো মারি।
আমরা মানব জাতি
আমরা নিজেরা ----
নিজেদের ভালোবাসি।
জীবন চক্রের দশা ধরে
মানব সমুদ্রে ভেসে চলি
আমাদের নাই তো জানা
কোথা থেকে কি যে আনা।
সংসারের মিছে মায়ায়---
জন স্রোতে মিশে আছি।
আমরা মানব জাতি
একের দোষে-------
অপর কে করে দোষী।
আমরা অহংকারের তরে---
গুলিয়ে ফেলি  বিশ্বাস টারে।
আমরা বন্ধুত্বের শিখরে----
পারি না বজায় রাখতে তারে।
দম্ভ ভরা জীবন-------------
আত্ম সুখে ভরপুর।
আমরা মানব জাতি
নিজেরা নিজেদের ভালোবাসি।