ধুলো মেখে অঢেল অবসরে
বসে রোমন্থন করি ,
রোম হর্ষক দিন গুলো।
নিজস্ব মানচিত্রে পদ্মের পাপডি্
গুলোকে সেটে নিরুদ্দেশ হই।
কর্কট ক্রান্তিরেখা, পার হই
দু:সাহসকে কে অবলম্বন করে।
জ্যোত্স্নার অবেলার রঙ মনের
নিকানো বারান্দাতে
এক্কা দোক্কা খেলে।
পাখির পালকে অন্তরের
ধুসর পরশ খেলা করে,
অস্তিত্ত্বের নামে জিরাফের
তারস্বরে ফুটে ওঠে
নরখাদকদের মানচিত্র।