যদি ফিরে এসো সুন্দর মনে,
স্বপন ভরে দিতে।
এসো গাঙচিল রুপে,
মনের হদিশ দিতে।
মেঠো পথে রাখালের সাথে,
এলোমেলো বাতাস মেখে।
ওই গগন পারে অপেক্ষারত
সুর্যের নিভন্ত বেলাশেষে
থমকে গেল মন।
পরিজাত ফুলের দু মুঠো পরাগ,
প্রজাপতির মতো চুরি করে নেব
জ্বলন্ত লাভার কাজল পরে
উপল উপকুলে ফিরে এসো।
পশ্চিম দিগন্তে হাল ভাঙা মাঝির
বেলাশেষে জাগ্রত হাত,
মরা গাঙে রঙিন ডানা মেলে:
নির্জন প্রভাতে দুর থেকে বহুদুরে...
অম্লান থাকে।