অষ্টাদশির নব প্রাতে সবে ঢুকেছি;
মনের কোনাতে সবে সুর ধরেছি।
মনের মাঝে রুপসি সাজার চলছে পরিপাটি,
লজ্জাবনত ঠোটের কোনে জাগছে দোপাটি।
অামি তখন দ্বাদশ শ্রেনি,অামি তখন পরিক্ষার্থি।
এ কোন খেলা মাতলো মনে,হলাম তোমার সাথি।
সরল মনে পশিল তোমার হাতের পরশ খানি,
শিশির ভেজা মনটা অামার তোমাই দিল হাতছানি।
তুমি তখন ছাদে,তুমি তখন ক্ষান্ত শিতের বিকেল।
হঠাত বুকে বাজলে এসে,মনটা হল উদ্বেল।
যাবার বেলা রঙের খেলা,বললে তুমি হেসে।
বদ্ধ ঘরে পাগল মনে বসলে তুমি পাশে।
মনের খাতা দিলাম হাতে,লিখবে সারারাত।
হাতের গোলাপ ফুটবে বুকে,হবো তোমার সহজাত।
যেতে যেতে পথের ধারে জেগে ছিনু জ্যোত্স্না রাতে।
মনোপাখি শিকল বুকে রাখবো তোমার সোহাগেতে।