ওগো কবিতা তুমি জন্ম নাও নি নিজের জন্য,
তুমি সুপ্রতিম পাঠকের অনাবিল পরশে ধন্য।
তোমার অপরিসিম দ্যুতিতে ,
কল্পনার উত্তাপে পাঠককুল মেতে ওঠে অতর্কিতে।

ওগো কবিতা তোমার জন্য কল্পালোক বিচ্ছুরিত,
মনের কোনার সকল ভাষা পাঠক সমাজে সম্মোহিত।
তুমি নিলে শপথের মালা খানি,
তাইতো তুমি সকলকে নিলে অাপন করে টানি।

কবিতা তোমাই দেব না ছুটি,
থাকবে পাশে চপলমতি কোমল প্রানে জুটি।
তুমি বিনিদ্র রাত্রি কেটে জাগাও বুকে,
চেতনার রঙে ফোটাও অলি অমলিন কল্পনাকে।

মস্তিষ্ক প্রসুত ভাবনার নির্যাসে তোমার উপস্থিতি।
কালো অক্ষরের কলেবরে তোমার গতি।
তুমি প্রেমিক-প্রেমিকার অবসরের ঠিকানা।
তুমি নবরুপে দেশ প্রেমিকের নির্দেশিকা।

ওগো কবিতা তুমি ছন্দের নব দিগন্ত।
তোমার সনে কথার খেলার নেই অন্ত।
তুমি রুপকথারই দেশ,তেপাস্তরের পক্ষিরাজ।
ওগো কবিতা তোমার গগনতলে থাকবো বিরাজ।